চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

সর্বশেষ:

এইচএসসি: বাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজে শতভাগ উত্তীর্ণ

বাহরাইন সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৩৩ অপরাহ্ণ

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাহরাইনে বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়া শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবারের পরীক্ষায় ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

 

ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলে খুশি বাংলাদেশ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। ভবিষ্যতে আরো ভালো করার প্রত্যয় ও অঙ্গীকার করে স্কুলের অধ্যক্ষ অরুণ বলেন, ‘মধ্যপ্রাচ্যের দ্বীপ দেশ বাহরাইনে ২০১৫ সাল থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে।’

 

প্রবাসের মাটিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের এই সাফল্যের ব্যাপারে স্কুলের শিক্ষিকা সাহিদা আক্তার বলেন, ‘এই স্কুলের একঝাঁক অভিজ্ঞ শিক্ষক, সচেতন অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত চেষ্টায় আজকের এই ভালো ফলাফল।’

 

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা শতভাগ পাশ করায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানান।

 

 

 

পূর্বকোণ/সুকান্ত/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট