চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাবা শরীফ ও মসজিদে নববীতে সেলফি নিষিদ্ধ

কামাল পারভেজ অভি, সৌদি প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:১৪ অপরাহ্ণ

 মধ্যপ্রাচ্যের সৌদি আরবের পবিত্র ভূমি ও মুসলিম উম্মাহর সর্বোচ্চ মর্যাদা এবং সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদুল হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে সেলফি নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ। মক্কা নগরীর মসজিুল হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে হজ ও ওমরায় গিয়ে ধর্মপ্রাণ মুসল্লীরা সেলফি তোলেন। এসব সেলফি তোলার কারণে অন্যান্য হজযাত্রীদের নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সে কারণে সৌদি আরবের হারামাইন ওয়াশ শারিফাইন কর্তৃপক্ষ এক ফরমান জারি করে তা নিষিদ্ধ করেন।

পবিত্র নগরীতে সেলফি তোলার ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হয়। সৌদির এ দুই পবিত্র নগরীতে অনেক আগে থেকেই তা নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় এ সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ। সে কারণে এবার পবিত্র নগরীতে সেলফি তোলায় জোরদার নিষেধাজ্ঞা জারি করেছে সৌদির হারামাইন কর্তৃপক্ষ। যদি সেখানে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল বাজেয়াপ্ত করে নেবে। 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট