চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাপানে দক্ষ কর্মী নিয়োগ

চাহিদার শীর্ষে ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট

এস. এম. জাওয়াদ

২১ অক্টোবর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

বর্তমান বিশে^ ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি শিল্প দ্রুততম এগিয়ে যাওয়া শিল্পগুলোর মধ্যে অন্যতম। ২০১৯ সালের রিপোর্ট অনুসারে গ্লোবাল অর্থনীতিতে ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ইনডাস্ট্রির অবদান মোট জিডিপির ১০.৪ শতাংশ। সম্প্রতি জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে যাতে জাপানী ভাষা জানলে এবং নির্দিষ্ট কর্মক্ষেত্রে দক্ষ হলে আগামী ৫ বছরে প্রায় ৪ লক্ষ কর্মী নিয়োগ দেবে জাপান। একজন কর্মীর বেতন হবে ১লাখ ৩৫ হাজার টাকা। বিদেশ যাওয়ার খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান! যে কটি খাতে কর্মী নিয়োগ দেয়া হবে তার মধ্যে শীর্ষ চাহিদায় রয়েছে রেস্টুরেন্ট খাত। ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্টে ডিগ্রীধারীরাই এক্ষেত্রে অগ্রাধিকার পাবে এতে কোন সন্দেহ নেই।

পর্যটন নগরী চট্টগ্রামের মেহেদীবাগে স্থাপিত ইওঞঐগ ঈড়ষষবমব ঙভ চৎড়ভবংংরড়হধষং (বিথম কলেজ অব প্রফেশনালস) দিচ্ছে এ বিষয়ে আন্তর্জাতিক ডিগ্রী। কলেজটি প্রতিষ্ঠা করেছেন মো. জাকের হোসেন, যিনি ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিষয়ে
ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড টক থেকে বিএসসি (অনার্স) এবং লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে এমএসসি সম্পন্ন করেছেন।

কলেজের প্রতিষ্ঠাতা মো. জাকের হোসেন বলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর উদ্যোগে লক্ষ তরুণের জন্য এই কর্ম সংস্থান প্রশংসার দাবীদার। আর এই সেক্টরে আপনার বহুকাঙ্খিত স্বপ্নের চাকুরিটি পাওয়ার সুযোগ করে দিতে পারে একটি প্রফেশনাল ডিগ্রী। কারণ এই ডিগ্রী ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত ঙৎমধহরুধঃরড়হ ঙভ ঞড়ঁৎরংস ধহফ ঐড়ংঢ়রঃধষরঃু

গধহধমবসবহঃ (ঙঞঐগ) কর্তৃক
স্বীকৃত একটি আন্তর্জাতিক ডিগ্রী যা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় সবদেশেই সমাদৃত। আমাদের ইনস্টিটিউট ঙঞঐগ এর বিশ^ব্যাপী অনুমোদিত সেন্টারসমূহের মধ্যে একটি। আন্তর্জাতিক মানের এই ডিগ্রীধারীরা ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অষ্ট্রেলিয়া, মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যের ট্যুরিজম ও হোটেল সেক্টরে অত্যন্ত সম্মানজনক পদে চাকুরীর সুযোগ পাবে। তাই স্বল্পখরচে চট্টগ্রামের ক্যাম্পাসে লেখাপড়া করে ইংল্যান্ডের ডিগ্রী অর্জন করে আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে আহ্বান জানাই।

কোর্সসমূহ সম্পর্কে কো-অর্ডিনেটর জানান, ঝপযড়ড়ষ ড়ভ ঞড়ঁৎরংস ধহফ ঐড়ংঢ়রঃধষরঃু বিভাগে রয়েছে উরঢ়ষড়সধ ওহ ঞড়ঁৎরংস ধহফ ঐড়ংঢ়রঃধষরঃু গধহধমবসবহঃ( খবাবষ ৪-খবাবষ ৭) এবং ঝপযড়ড়ষ ড়ভ
গধহধমবসবহঃ বিভাগে রয়েছে উরঢ়ষড়সধ ওহ ইঁংরহবংং গধহধমবসবহঃ( খবাবষ ৩-খবাবষ ৭)। ঝপযড়ড়ষ ড়ভ ওঞ বিভাগে রয়েছে উরঢ়ষড়সধ ওহ ওহভড়ৎসধঃরড়হ ঞবপযহড়ষড়মু ( খবাবষ ৩-খবাবষ ৭) এখানে প্রত্যেকটা লেভেল এর মেয়াদ ১২ মাস। খবাবষ ৩-এ ভর্তি হতে এসএসসি বা ও’ লেভেল এবং খবাবষ ৪-এ ভর্তি হতে এইচএসসি বা এ’লেভেল উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া ¯œাতক কিংবা মাস্টার্স উত্তীর্ণরাও ভর্তি হতে পারবেন। উল্লেখ্য যে এ বছর এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি তারা ৬ মাসের ফাউন্ডেশন ডিপ্লোমা (খবাবষ-৩) সম্পন্ন করে সরাসরি গ্রাজুয়েশন লেভেলে ভর্তি হতে পারবে। এ ছাড়াও রয়েছে ঝঁঢ়ঢ়ষু ঈযধরহ গধহধমবসবহঃ (সাপ্লাই চেইন ম্যানেজমন্টে), ঐজগ (মানব সম্পদ ব্যবস্থাপনা) ও ঞড়ঁৎরংস ধহফ ঐড়ংঢ়রঃধষরঃু গধহধমবসবহঃ (ট্যুরিজম ও

হসপিটালিটি ম্যানেজমেন্ট) বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা।

খবাবষ-৪ শেষে বিশে^র যে কোন দেশে ক্রেডিট ট্রান্সফার করে পরবর্তী লেভেল পড়া যাবে। খবাবষ- ৪ ্ খবাবষ- ৫ (প্রফেশনাল ডিপ্লোমা) শেষে ইংল্যান্ডের যে কোন বিশ^বিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারে (খবাবষ- ৬ ) ভর্তি হতে পারবে। অর্থাৎ এই ১ বছর শেষে পাওয়া যাবে বিএসসি (অনার্স) ইন ট্যুরিজম ও
হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রী। খবাবষ-৭ শেষ করার পর ৬ মাসের থিসিস কোর্স সম্পন্ন করলে অর্জন করবে মাস্টার্স ডিগ্রী। প্রফেশনাল ডিপ্লোমা শেষে চট্টগ্রামের পেনিনসুলা, কক্স ট ুডে এবং রেডিসন ব্লু হোটেলে থাকছে নিবিড় ইন্টার্নশীপ। সম্প্রতি চীনের খ্যাতিমান তধরুরহম ইঁংরহবংং ঝপযড়ড়ষ এর সাথে সমঝোতা চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা চীনের হোটেলসমূহেও ইন্টার্নশীপের সুযোগ পাচ্ছে।

শিক্ষার মান সম্পর্কে জানতে চাইলে ইনস্টিটিউট প্রিন্সিপ্যাল জানান, এখানকার কোর্স কারিকুলাম, সিলেবাস ও কোর্স সামগ্রী সবকিছুই ঙঞঐগ, টক কর্তৃক সরবরাহকৃত। কোর্সসমূহ এ্যাসাইনমেন্ট ভিত্তিক এবং প্রতি মডিউলে রয়েছে ৩০০০ শব্দের এ্যাসাইনমেন্ট। প্রশিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী বিশেষজ্ঞ এবং সরকারী ও বেসরকারী বিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ পাঠাগার, ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী ঙঞঐগ, টক কর্তৃক অনুমোদিত সনদপত্র পাবে। তাই নগরীর ক্যারিয়ার সচেতন তরুণরা ভীড় জমাচ্ছে এই ক্যাম্পাসে। চাকুরিরতদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থাসহ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশীপ ও ডিসকাউন্ট! আর.আই টাওয়ার (৫ম তলা), এম.এম.আলী রোড, (এভারগ্রীণ ক্লিনিকের পাশের্^), মেহেদীবাগ এই ঠিকানায় এবং ০১৭৩০-৫৯৮৭০০ নম্বরে কিংবা নরঃযস.ড়ৎম ওয়েবে লগ ইন করে আরো বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট