মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার ১ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। বাংলা প্রথম পত্রের বিষয়ে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৪ হাজার ৪৪৪ জন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৩ হাজার ২৭১ জন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা শাখা থেকে এ তথ্য জানায়।
শিক্ষাবোর্ডের পরীক্ষা শাখার সূত্র মতে, এসএসসির প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৮৯ হাজার ৬১৫ জন। তবে এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৮৮ হাজার ৮২৮ জন। অনুপস্থিত ছিল ৭৮৭ জন। কক্সবাজার জেলায় ১৮ হাজার ২৬৮ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১৮ হাজার ৭৮ জন। কক্সবাজারে অনুপস্থিত ছিল ১৯০ জন। রাঙামাটি জেলায় ৬ হাজার ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৬ হাজার ৯০ জন। এ জেলায় অনুপস্থিত ছিল ৬১ জন। খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ৬ হাজার ৩৮৭ জন। খাগড়াছড়িতে অনুপস্থিত ছিল ৮৫। বান্দরবান জেলায় পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৯৩৮ জন। সেখানে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ৮৮৮ জন। বান্দরবানে অনুপস্থিত ছিল ৫০ জন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের কোথাও কোন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। বৃহস্পতিবারের বাংলা পরীক্ষায় মোট অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৩ জন শিক্ষার্থী।
পূর্বকোণ/ইব