চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষকদের বরণ

বিজ্ঞপ্তি

১০ এপ্রিল, ২০২৫ | ৭:৪৫ অপরাহ্ণ

উষ্ণ অভ্যর্থনায় নবাগত শিক্ষকদের বরণ করে নিয়েছে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের হল রুমে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করে নিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিবিইউএফটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকদের বরণ করে নেন। এ সময় সিবিইউএফটি ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. ওবায়দুল করিম বলেন, দেশের উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে উন্নত শিক্ষা। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, পোশাক শিল্পে দক্ষ কর্মী গড়তে ভূমিকা রাখছে সিবিইউএফটি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোশাক শিল্প বিষয়ে পড়াশোনা করে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।
এতে ভাইস চ্যান্সেলর নবনিযুক্ত শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় পথচলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট