চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করে। ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ সলিডারিটি শীর্ষক এ সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ছাড়াও জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্তর প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আল-আমিন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস.এম নসরুল কদীর, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. আল ফোরকান, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. শফিকুল ইসলাম এবং ড. মোহাম্মদ আমানুল্লাহ বক্তব্য রাখেন।
ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মুহসিন বলেন, আমরা শান্তি চাই এবং ফিলিস্তিনের জনগণের পাশে আছি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা মানবতা সমুন্নত রাখার আহ্বান জানাই।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমরা ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানাই এবং ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ