গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি হামলা ও মানবতা-বিরোধী গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ঘোষিত ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।
মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বানে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। মিনার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চবি শাখার দাওয়াহ প্লাটফর্ম।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটোয়ারী, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আল আমিন, প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুক হক, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল মান্নানসহ উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, গাজায় প্রতিদিন যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলছে, তা শুধু ফিলিস্তিনিদের ওপর নয়, বরং গোটা মানবজাতির বিবেকে নির্মম আঘাত। শিশু, নারী, নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিমান হামলাসহ বোমা বর্ষণ মানবতা ও সভ্যতার জন্য একটি লজ্জাজনক অধ্যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই অপরাধকে আরও উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় মানবতার পক্ষে, নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে অবস্থান নিয়েছে। আজকের এই মিছিল তারই অংশ। আমরা গাজায় গণহত্যার তীব্র নিন্দা জানাই এবং বিশ্বসম্প্রদায়ের কাছে দাবি জানাই-এই নৃশংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। ইসরায়েল বিশ্ববাসীর চোখের সামনে একটি জাতিকে ধ্বংস করে দিচ্ছে। এ মুহূর্তে মুসলিম উম্মাহর দায়িত্ব একতাবদ্ধ হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ