সারাদেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তারা।
রবিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরোপয়েন্ট থেকে এ বিক্ষোভ শুরু হয়। সমাবেশ থেকে একটি বিশাল মিছিল ক্যাম্পাসের ছাত্রী হল প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে- আছিয়া আছিয়া, ধর্ষকদের ঠিকানা- এই বাংলায় হবে না, উই ওয়ান্ট জাস্টিস- জাস্টিস জাস্টিস, এক দুইটা ধর্ষক ধর- ধইরা ধইরা জবাই কর, ফাঁসি চাই ফাঁসি চাই- ধর্ষকের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন তাবাসসুম জ্যোতি বলেন, আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে যে আইন রয়েছে তা সংস্কার চাই। ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আছিয়ার ঘটনা আমাদের কাছে লিটমাসের মতো। যদি আছিয়ার ধর্ষকের উপযুক্ত বিচার হয়, তাহলে আমরা মনে করব এই দেশে নারীরা নিরাপদ।
আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বলেন, এই সরকার আমাদের ছাত্রজনতার রক্তের ওপর দিয়ে এসেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে সরকার নৈরাজ্য ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে পারছে না। দেশে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটছে। এই সরকারকে অবশ্যই সব ধর্ষণের ঘটনার বিচার করতে হবে।
সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, বর্তমানে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি ৮ বছরের ছোট শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ফাঁসির শাস্তি চাই। সরকার ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হলে আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হব।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ