চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

শেষ হল লিডার্স স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক

৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫০ অপরাহ্ণ

বিপুল উদ্দীপনা ও নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রামের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

গত বুধবার প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী বাবর আলী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন, প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ সেকশন ও চ্যাম্পিয়ন ও রানারআপ হাউজকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

 

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ছাত্র সমাজের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অপরীসিম আত্মত্যাগ ও দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি ঘটেছে। সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত এই নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একযুগে কাজ করতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দেশ সংস্কারের উদ্যোগ নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম বাংলাদেশে শিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নে যে অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।

 

উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌছানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা সংস্কার কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশেষ আহবান জানান তিনি।

 

এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিদক পর্যায়ে বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা।

 

দুই পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই পর্বে নাচ, গান, অভিনয়, মুকাভিনয় ও আবৃত্তির মাধ্যমে নিজেদের তুলে ধরেন শিক্ষার্থীরা।

 

উল্লেখ্য, ২০২৮ সাল থেকে ‘ভালো মানুষ’ গড়ার প্রত্যয়ে নিজস্ব শিক্ষা মডেলে পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট