চকরিয়া উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন চবির চকোরীর উদ্যোগে আয়োজিত ‘রোড টু হায়ার স্টাডি সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চকরিয়া উপজেলা থেকে চট্টগ্রাম শহরে এইচএসসি ও আলিম পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
চবির চকোরীর আহ্বায়ক সাখাওয়াত হোসাইন শিপনের সভাপতিত্বে নগরীর চকবাজারে ইনডেক্স কোচিং সেন্টারের হল রুমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঈনুদ্দিন চিশতি ও আবদুল মোমেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সংগঠনটির উপদেষ্টা ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সবসময় লক্ষ্য সর্বোচ্চ হওয়া উচিত। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বরং হার্ভার্ড, অক্সফোর্ডের মতো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
চবির চকোরীর আহ্বায়ক সাখাওয়াত হোসাইন শিপন বলেন, চকরিয়ার উন্নতির জন্য আমাদের নিজেদের আগে সমৃদ্ধ হতে হবে। পাশের উপজেলা লোহাগাড়ার তুলনায় চকরিয়া শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে। চকরিয়াকে এগিয়ে নিতে হলে একে অপরকে সহযোগিতা করতে হবে।
পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ