চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংবাদ বুলেটিন ও বিজ্ঞাপন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিভাগের ৩০তম ব্যাচের ইলেকট্রনিক জার্নালিজম কোর্সের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কোর্স শিক্ষক প্রভাষক তাসলিমা আক্তার ইরিন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহম্মেদ, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। এ সময় নানা বিষয়ে শিক্ষার্থীদের তৈরি করা নয়টি সংবাদ প্যাকেজ এবং বিজ্ঞাপন প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আনোয়ার বলেন, অনেক প্রতিবন্ধকতার মাঝেও শিক্ষার্থীরা যেভাবে সংবাদ বুলেটিন ও বিজ্ঞাপন নির্মাণ করেছে তা সত্যিই চমৎকার। আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরো বেশি বেশি ফিল্ডওয়ার্ক করবে এবং পেশাগত জীবনে এর প্রতিফলন ঘটাবে।
এ বিষয়ে কোর্স শিক্ষক প্রভাষক তাসলিমা আক্তার ইরিন বলেন, নিউজ বুলেটিন প্রদর্শনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কেবল সংবাদ উপস্থাপনা নয়, পাশাপাশি স্ক্রিপ্ট লেখা, ক্যামেরা পরিচালনা ও সমন্বয় করার দক্ষতাও অর্জন করছে। যা তাদের পেশাগত জীবনে সহায়ক হবে। আমি অত্যন্ত আনন্দিত ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এমন কাজ করতে পেরে।
গণমাধ্যম ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের সভাপতি জুয়েল দাশ, সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার, প্রভাষক আকিব উল ওয়াদুদ আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভাগের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ