চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্রকাশ্যে পূর্ণাঙ্গ কমিটি

সাংবাদিকদের সাথে চবি ছাত্রশিবিরের মতবিনিময়

চবি সংবাদদাতা

২০ নভেম্বর, ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সংগঠনটি।

 

বুধবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাথে এক মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আনেন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহীম।

 

সভাটি ক্যাম্পাস সংলগ্ন শাহী মসজিদের বিপরীতে মামুন স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর প্রথম প্রকাশ্যে আসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চবি শাখার সভাপতি ও সেক্রেটারি।

 

ইসলামী ছাত্রশিবির চবি শাখার বর্তমান কমিটিতে রয়েছেন- সভাপতি নাহিদুল ইসলাম ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, সেক্রেটারি মুহাম্মাদ ইব্রাহীম মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কমিটিতে আছেন বাইতুল মাল (অর্থ) ও সংস্কৃতিক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী, অফিস সম্পাদক ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ পারভেজ, শিক্ষা সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফেজ মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের হাবিবুল্লাহ খালেদ ও একই পদের সহ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক ইসলামের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিউল ইসলাম, আইটি সম্পাদক ইসলামিক স্টাডিজ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এস এম ফাহিম, প্রকাশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক পুলিশ সাইন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শরীফুল ইসলাম, প্রচার সম্পাদক ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাঈদ বিন হাবিব, ব্যবসায় শিক্ষা সম্পাদক মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আফনান হাসান ইমরান, স্কুল ও কলেজ কার্যক্রম সম্পাদক (আবাসিক) ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইয়াসিন মুহা. মুজতাহিদ ও একই পদের সহ সম্পাদক এগ্রিকালচার বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোশারফ হোসেন সোহাদ, ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসহাক ভূঁইয়া, পাঠাগার সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের দ্বীন ইসলাম, বিজ্ঞান সম্পাদক জৈব রসায়ন এবং আণবিক জীববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসাইন।

 

এই কমিটির মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ক মোহাম্মদ আলী ওবায়দুল্লাহ (অর্থ ও সাংস্কৃতিক সম্পাদক), মুজাহিদুল ইসলাম (শিক্ষা বিষয়ক সম্পাদক), ইসহাক ভূঁইয়া (ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক) ও একজন সহ-সমন্বয়ক: হাবিবুল্লাহ খালেদ (মানবসম্পদ উন্নয়ন সম্পাদক) এর নাম পাওয়া যায়।

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট