চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সিআইইউতে বার্ষিক ইনডোর গেমস অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

১৭ নভেম্বর, ২০২৪ | ৮:০২ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৃজনশীলতা, কল্পনা শক্তি এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে অনুষ্ঠিত হল বার্ষিক ইনডোর গেমস ২০২৪।

 

চট্টগ্রাম নগরীর জামালখানের সিআইইউ ক্যাম্পাসের স্টুডেন্টস সেন্টারে স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ইংলিশ ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে।

 

এতে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। এই সময় তিনি বলেন, যে কোনো ধরনের খেলাধুলার আয়োজন মানেই নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করা। আমাদের তরুণ প্রজন্ম সবসময় ভবিষ্যৎ বাংলাদেশকে অন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখে।

 

এই ধরনের আয়োজন থেকে তাদের ভেতর ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং ভালো নেতৃত্বের গুণ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সিআইইউর ইংলিশ ক্লাবের মডারেটর এবং লেকচারার উম্মে হানি পিংকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি ডিন সার্মেন রড্রিক্স, ইংরেজি বিভাগের চেয়ারম্যান লিমা সেনগুপ্ত, সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, ইংলিশ ক্লাবের সভাপতি কৃতী শিক্ষার্থী-আকিবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জিনান সারওয়াত প্রমুখ।

 

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে হাড্ডাহাড্ডি লড়াই শেষে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- টেবিল টেনিসে চ্যাম্পিয়ন-ইয়ামিন এবং নুসরাত, রানার আপ-তাশফিক এবং দৌলা, লুডুতে চ্যাম্পিয়ন অতশী এবং শায়ানা, রানার আপ জাওয়াদ এবং রাইয়ান, ক্যারামে চ্যাম্পিয়ন- মাশফি, মাহিয়ুর, ঐশী এবং মাহিনুর, রানার আপ- আবীর, সামির, বর্ষা এবং ফারদিন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের অংশগ্রহণ আয়োজনে অন্য রকম মাত্রা ছড়িয়ে দেয়।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট