চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ

চবি সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৪ | ৯:০৪ অপরাহ্ণ

আওয়ামী শাসনামলে বিগত ১৫ বছর ধরে ক্যাম্পাসে হামলা মারধর চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের কর্মীদের শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি পালন করে তারা।

 

এতে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

 

অবস্থান কর্মসূচি শেষে প্রতিবাদ মিছিল শহীদ মিনার থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অতিক্রম করে জিরো পয়েন্ট গিয়ে সমাপ্ত হয়। মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভাগ, হল, ফ্যাকাল্টির নেতাকর্মীরা অংশ নেন।

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন