চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবি শিক্ষার্থীদের দুটি দোকান পুড়ে ছাই

চবি সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৪ | ১০:৪৫ অপরাহ্ণ

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন ও খাদিজা আক্তার সুইটির নতুন শুরু করা দোকান। তারা ২ লাখ টাকা খরচ করে গত অক্টোবরে চবির স্টেশন এলাকায় ক্রয় করেন ‘নোঙর’ নামের পুড়ে যাওয়া এই ফাস্টফুডের দোকান।

 

শনিবার (৯ নভেম্বর) সকালে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে ইতিমধ্যে কিচ্ছু অবশিষ্ট ছিলো না দোকানের। দোকানের মালিক ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান ও খাদিজা আক্তার সুইটি সমাজতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

 

এদিকে নোঙরের পাশের দোকান ‘স্টেশন জ্যাম’ও সম্পূর্ণ পুড়ে গেছে। এই দোকানের মালিক রাব্বি তালুকদার ও জাহিদুল ইসলাম ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রায় ২ বছর এই দোকান চালাচ্ছেন তারা। বিনিয়োগ রয়েছে তিন লাখ টাকার বেশি। এই ঘটনায় হতাশ হয়েছেন তারাও।

 

ফরহাদ হোসেন বলেন, আগুন লাগার বিষয়টি জানতে পেরে স্টেশনে যাই। সকাল ১১টার দিকে সেখানে পৌঁছে দেখি আমার দোকানেই আগুন লেগেছে। ওখানকার লোকজন জানায়, সাড়ে ১০টার দিকে আগুন লেগেছিলো।

 

তিনি বলেন, দোকানের প্রায় সবকিছু গোছানো শেষ। গতকাল দুপুর পর্যন্ত দোকানের ভেতরে কাজ করেছি আমরা। আর আজকেই এমন ঘটনা ঘটলো। লোহার জিনিসগুলো ছাড়া সবকিছু ছাই হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আগুন লাগার পর ফায়ারসার্ভিসের কর্মীরা আসে। আশপাশে ছড়িয়ে পড়ার আগে তারা আগুন নিয়ন্ত্রণ করে। ওই দোকানে কেমিক্যাল ছিলো বলে জানা গেছে।

 

গতকাল এক ছাত্রকে তুলে নিয়ে মারধরের সঙ্গে আগুনের ঘটনার যোগসূত্র আছে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, স্টেশন এলাকায় যুবলীগের হানিফ বাহিনী আগে একটা দোকান ভাঙচুর করেছে। আমরা কোনো ঘটনাকেই সন্দেহের বাইরে রাখছি না।

 

এদিকে পুড়ে যাওয়া দোকানের মালিকদের পাশে দাঁড়াতে স্টেশন এলাকার কয়েকটি দোকানে তহবিল সংগ্রহ করা হচ্ছে বলে জানা গেছে। নোঙরের মালিকদের সাহায্যার্থে তাদের সেশনের শিক্ষার্থীরাও উদ্যোগ নিয়েছেন।

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট