চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আন্-নাবিল বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

৮ নভেম্বর, ২০২৪ | ৬:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মাদ্রাসা শিক্ষার্থীদের বেসরকারি বৃত্তি প্রকল্প আন্-নাবিল বৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ নভেম্বর) চট্টগ্রাম নগরীর ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান  প্রফেসর ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে বৃত্তি পরীক্ষার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের পরীক্ষা নিয়ন্ত্রক ও সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এম হামেদ হাছন, আন্-নাবিল কেন্দ্রীয় উপদেষ্টা ডা. ওসামা রাইয়ান, প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম , আহ্বায়ক তানজীর হোসেন জুয়েল , সদস্য সচিব হাফেজ তৌহিদুল ইসলাম , দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন ভূইয়াসহ আন্-নাবিল বৃত্তি প্রকল্পের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন