চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবি শিক্ষার্থীদের যাবতীয় ফি নেয়া হবে অনলাইনে

চবি সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২৪ | ৯:৩৩ অপরাহ্ণ

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যাবতীয় ফি পরিশোধ ও ভোগান্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিত্যদিনের চিত্র। তবে এই ভোগান্তি থেকে মুক্তি মিলতে যাচ্ছে। সকল প্রকার ফি অনলাইনে নিতে সোনালী ব্যাংক পিএলসির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় চবি উপাচার্য দপ্তরের সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে এবং অনেক কষ্ট দূর হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

 

এ সময় তিনি উপস্থিত ব্যাংক কর্মকতার্দের উদ্যেশ্যে বলেন, অতি দ্রুততম সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে হবে। তিনি বলেন. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন অংশীজনের নিকট থেকে স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন প্রকার ফি অনলাইনে আদায়ের সুবিধার্থে সোনালী ব্যাংক, পিএলসি’র সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি স্বাক্ষরিত হলো, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে।

 

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরপরই শিক্ষার্থীদের এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে খুব গুরুত্ব দিয়ে বিষয়টা নিয়ে কাজ করি। আজকে সোনালী ব্যাংকের সাথে আমাদের এই চুক্তি হয়েছে। এখন থেকে সব ধরনের ফি অনলাইনে দিতে পারবে শিক্ষার্থীরা।

 

পেমেন্ট পদ্ধতি

 

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও এপসের মাধ্যমে টাকা জমা দিতে পারবে। এজন্য শিক্ষার্থীদের একটা ব্যাংক একাউন্ট খুলতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করার পর শিক্ষার্থীর যাবতীয় তথ্য দিয়ে টাকা পরিশোধ করতে পারবে। এক্ষেত্রে যেকোন ব্যাংকের কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের সহযোগিতা নিতে পারবে। এই সেবা পৃথিবীর যেকোন জায়গা থেকে যেকোন সময় গ্রহণ করতে পারবেন।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্ট, হিসাব নিয়ামক এবং চবি সংশ্লিষ্ট অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও সোনালী ব্যাংক, পিএলসির পক্ষ থেকে জেনারেল ম্যানেজার মো. মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল, হাটহাজারী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) যাদব চন্দ্র দাসসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট