চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে স্বাধীনতা দিবস উদযাপন

বাঁশখালী সংবাদদাতা

২৬ মার্চ, ২০২৪ | ১০:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী পূর্ব সাধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছ।

 

মঙ্গলবার (২৬ মাচ) সকাল ১০টার বিদ্যালয় শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

 

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ‘দৈনিক পূর্বকোণের সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দী।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-সভাপতি উজ্জ্বল দে, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি মীর মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিখা দে, শ্যামল দাশ, প্রিয়াঙ্কা দাশ,চন্দন দাশ, স্বপ্না প্রভা দাশ, কৃষ্ণপদ শুক্লদাশ, ইউপি সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নন্দন দে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কান্তি দত্ত, শিমুল কান্তি দেব, পলাশ কান্তি দেব প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক দোলন দাশ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

পূর্বকোণ/অনুপম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট