চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সিআইইউতে বোর্ড অব ট্রাস্টির সভা

বিজ্ঞপ্তি

১৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ৭:০১ অপরাহ্ণ

উচ্চশিক্ষায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) শিক্ষার্থীদের কাছে একটি আধুনিক বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।

 

তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার কেন্দ্রভূমি। আর তাই সেদিকে নজর দিয়ে নিত্য নতুন পরিকল্পনা আর যুগোপযুগী পদক্ষেপ গ্রহণে তার প্রতিষ্ঠান বদ্ধপরিকর।

 

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিআইইউর বোর্ড অব ট্রাস্টির ১৮তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চেয়ারম্যান তৌহিদ সামাদ।

 

সভায় সিআইইউর গবেষণা কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, কোর্স-কারিকুলামে নিত্য নতুন বিষয় অন্তর্ভুক্ত করাসহ নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, দিলরুবা আহমেদ, লুৎফে এম আইয়ুব, এ এইচ এম চৌধুরী, ঈসমাইল দোভাষ, মো. আমিন হেলালী, সৈয়দ মাহমুদুল হক, মির্জা সালমান ইস্পাহানি, এ কাইয়ুম খান, সাফিয়া গাজী রহমান, সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট