চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ মে, ২০২৪

সর্বশেষ:

মাদকের বিরুদ্ধে অভিযান চলুক গ্রাম থেকে গ্রামে

২ নভেম্বর, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

দেশে ক্যাসিনো, মাদক, অস্ত্রের বিরুদ্ধে চলমান অভিযানটি প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এই অভিযানে অনেক মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কারণ এসব অপরাধীরা যেখানে থাকে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুর্বলরা তো যেন-তেন সবলরা পর্যন্ত অনেক সময় তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। একারণে এই অভিযানে দেশের অধিকাংশ মানুষ খুশি। কিন্তু দেশের রাজধানী থেকে শুরু করে বিভিন্ন শহরে যেভাবে অভিযান পরিচালিত হচ্ছে একইভাবে গ্রামে-গঞ্জেও অভিযান পরিচালনা করা আবশ্যক হয়ে পড়েছে। কারণ রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠা তথাকথিত বড় ভাইদের অধীনে সমাজের স্কুল-কলেজ পড়ুয়া কিশোর-তরুণরা বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে।

যা সমাজের একজন চিন্তাশীল, সচেতন মানুষকে ভাবিয়ে তুলে। তাই সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সমাজ থেকে জাতিবিধ্বংসী অস্ত্র, মাদক, ইয়াবা কারবারিদেরকে আইনের আওতায় এনে সমাজকে দূষণ মুক্ত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি। তবেই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে। অন্যতায় এই তরুণদেরকে বাঁচানো কঠিন হয়ে যাবে।

জাহেদুল ইসলাম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট