চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিন

মুহাম্মদ আবু মনছুর

২৯ অক্টোবর, ২০১৯ | ২:৪৮ পূর্বাহ্ণ

রোহিঙ্গা সংকট বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশাল এ জনসংখ্যাকে দীর্ঘদিন ধরে লালন পালন করা আমাদের মতো দেশের জন্য দুঃসাধ্য। পর পর দুইবার প্রত্যাবাসন চেষ্টায় ব্যর্থ হলো বাংলাদেশ। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলেও গত দুই বছরে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় আনতে না পেরে এক বড় সমস্যার মধ্যে আছে দেশ। রোহিঙ্গাদের খুশি মনে ঠাঁই দেওয়া এলাকাবাসী এখন বিপর্যস্ত। এমনকি রোহিঙ্গাদের দ্বারা স্থানীয়রা আক্রমণের শিকার হচ্ছে। খুনের ঘটনাও ঘটছে। বিশাল এ জনগোষ্ঠীর কারণে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাবও পড়ছে। রোহিঙ্গাদের জঙ্গি ও উগ্রপন্থীদের সঙ্গে জড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশের উচিত মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানে বাধ্য করা। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতাদের ওই অঞ্চল ঘুরিয়ে আনলে তাদের মধ্যে আস্থার সৃষ্টি হতে পারে, যা তাদের প্রত্যাবাসনে আগ্রহী করে তুলবে।

বিভিন্ন এনজিও সংগঠন নিজেদের স্বার্থে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নিরুৎসাহ করছে, এ ব্যাপারে সরকারকে বিশেষ নজর দিতে হবে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে দেশের জন্য আরো বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করুন। এ বিষয়ে সরকারের জোর পদক্ষেপ আশা করছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট