চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

পিতামাতা যখন শিশুর সামাজিকীকরণের গলায় কাটা

১৬ অক্টোবর, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

আজকাল চাকুরিজীবী পিতামাতারা তার শিশুটিকে সপ্তাহের পুরো সময়টা ছোট্ট একটা কুটীরে আবদ্ধ রেখে নিজেদের অজান্তেই করে ফেলছেন শিশুটির ব্যাপক ক্ষতি। ঘরে আবদ্ধ একটা শিশুর সামাজিকীকরণে ব্যাঘাত ঘটায় খোদ শিশুটির বাবা-মা। মনে রাখবেন, যে শিশুটির জন্য অধিক অর্থ উপার্জন করতে গিয়ে তাকে উপযুক্ত সময়টুকু দিচ্ছেন না। একটা শিশুর সামাজিকীকরণের প্রাক উৎস হলো তার পরিবার কিন্তু যদি সেই প্রথম ধাপেই গলদ থাকে তবে শিশুটির শারীরিক ও মননের স্বাভাবিক বৃদ্ধির মান হ্রাস পায়। ঠিকমতো হাঁটাচলা, ফুরফুরে মেজাজ গঠন, স্বাভাবিক ও পরিবেশ নিয়ে ভাবনা এই কাজগুলো সে করতে পারবে না স্বাভাবিক শিশুর মতো করে। যার ফলে পূর্ণ বয়সেও তার পিছিয়ে পরতে হয় চিন্তা করার শক্তিতে আর পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ব্যাপারে। মনোবিজ্ঞানের ভাষায়, অর্থাৎ প্রকৃত বয়স বাড়লেও সমানুপাতিক মানসিক বয়স বাড়বে না। তাই উচিত নির্দিষ্ট সময় করে বাইরে খোলা আকাশের নিচে ঘুরতে বের হওয়া। সুতরাং শিশুটিকে দিতে হবে মুক্ত আলো-বাতাস আর প্রকৃতির ছোঁয়া, কারণ আজকের শিশুই যে আগামী দিনের ভবিষ্যৎ।

নাবিল হাসান
সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট