চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঝুঁকি নিয়ে যাত্রা নয়

২৩ মে, ২০১৯ | ১:৩৪ পূর্বাহ্ণ

ঈদের সময় দেশের প্রায় অর্ধেক মানুষ একসঙ্গে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের যাতায়াতব্যবস্থার স্বাভাবিক ভারসাম্য বজায় থাকে না। হঠাৎ করে যানবাহনের সংখ্যা যেমন দ্বিগুণ করাও সম্ভব নয়, তেমনি যাত্রীর সংখ্যাও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিদ্যমান যাতায়াত ব্যবস্থাকেই নিয়ন্ত্রণে রেখে জনগণের ঈদযাত্রা নির্বিঘœ রাখার চেষ্টা করতে হবে। অনেক অসাধু ব্যবসায়ী আছেন যাঁরা এই সুযোগে অনেক ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি ও লঞ্চ দিয়ে যাত্রী পরিবহন করে থাকেন। এর ফলে নানা ধরনের দুর্ঘটনা ঘটতেও দেখা যায়। আর এভাবেই অনেকের জীবনের, এমনকি পরিবারের ঈদের আনন্দও মলিন হয়ে যায়। ঈদে বাড়ি যাওয়ার যে ঝুঁকি ও কষ্ট তা থেকে একেবারে মুক্তি পাওয়া কোনো অবস্থায়ই সম্ভব নয় বা এ সমস্যার সহজ কোনো সমাধানও কেউ দিতে পারবে না। তবে সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিলে এবং সবাই সচেতন হলে ঈদে বাড়ি যাওয়ার কষ্ট লাঘব না হলেও অন্তত দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। যেহেতু ঈদের আগে ও পরে কয়েক দিন যাতায়াতে খুব বেশি ভিড় হয়, তাই সুযোগ থাকলে এ সময় বাদ দিয়ে আগে বা পরে যাওয়া-আসা করা যেতে পারে। সামান্য ঝুঁকি থাকলেও যাত্রা বন্ধ রাখতে হবে এবং সময় পরিবর্তন করে বিকল্প উপায়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে।

আহসানুল করিম বিপ্লব
হালিশহর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট