চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে যুবককে মারধর পুলিশের বিরুদ্ধে আসামি ধরতে ব্যর্থতার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৪ জানুয়ারি, ২০২০ | ৯:২১ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভায় যুবককে গুরুতর আহতের ঘটনায় মামলা হলেও ওই আসামি এখনো গ্রেপ্তার হয়নি। ওই ঘটনায় মামলা নিতেও পুলিশ বিলম্ব করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সাংবাদিকদের কাছে ২২ জানুয়ারি বিকেলে এসে এসব অভিযোগ করেন আহতের পিতা রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর অনীল সাধুর বাড়ির প্রদীপ কুমার রায়। তিনি বলেন, ‘রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুরস্থ একই বাড়ির আশীষ কুমার দে’র ছেলে সনজয় কুমার দে (৩৭)’র বিভিন্ন কর্মকা-ের বিরুদ্ধে তার বাবা ও বড় ভাইকে অবহিত করি। এরপর থেকে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারই জের ধরে গত ৩০ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টায় বাড়ির বাৎসরিক অনুষ্ঠানের সময় আমার ছেলে শান্ত রায়কে (১৯) সুকৌশলে ডেকে বিবাদির বসতঘরের ২য় তলায় নিয়ে ঘরের দরজা বন্ধ করে গাছের লাঠি, মাথায়, ঘাড়ে, বুকে, পিঠে, হাতে, পায়ে, কোমরে, তলপেটে মেরে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় ৯৯৯’ তে কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এই ঘটনায় থানায় মামলা করতে চাইলে দীর্ঘ ঘোরাঘুরির পর পুলিশ গত ৯ জানুয়ারি মামলাটি গ্রহণ করে। তবে এ ঘটনার ২৩ দিন এবং এই ঘটনায় মামলা রুজু করার ১৩ দিন পার হলেও এ যাবত ওই আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় আমি প্রতিকার চাই।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট