চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নাজিরহাট কলেজে অনার্স কোর্সের ওরিয়েন্টেশন

২১ জানুয়ারি, ২০২০ | ৬:১৩ পূর্বাহ্ণ

নাজিরহাট কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বি.বি.এ ও বি.এস.এস (সম্মান) কোর্সের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গত ১৫ জানুয়ারি কলেজ প্রাঙ্গণে দু’টি পৃথক ভেন্যুতে ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক আকতার আলম এবং অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক লিটন ভট্টাচায এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ এস.এম. নুরুল হুদা। এ ছাড়া বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এস.এম কাউছার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক মো. শাহজাহান ও মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক তানিয়া সুলতানা।শিক্ষার্থীদের কোর্স সম্পর্কিত নানা তথ্যপূর্ণ বক্তব্য রাখেন, অধ্যাপক নাছির উদ্দীন আহমদ চৌধুরী, অধ্যাপক মো. নুরুল আলম, অধ্যাপক মর্তুজা সুলতানা, অধ্যাপক মো. মাঈন উদ্দীন, অধ্যাপক মো. নুরুল ইসলাম এবং অধ্যাপক মো. আরমানুল হক ফরহাদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অধ্যাপক রনিতা দে, অধ্যাপক মৈত্রী রায়, অধ্যাপক সৈয়দ মো. জিয়াউল হক এবং অধ্যাপক সৈয়দা উম্মে হালিমা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট