চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চবি উপাচার্য শিক্ষা সফরের জ্ঞান গবেষণাসহ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

২১ জানুয়ারি, ২০২০ | ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, শিক্ষা সফরে লব্ধ জ্ঞান শিক্ষার্থীদের গবেষণাকর্মসহ বাস্তবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ১৯ জানুয়ারি সকালে মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশনা ‘গেওয়া গরানের গল্প’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। চবি ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আয়শা আখতার, সহকারী অধ্যাপক ফয়েজ মোহাম্মদ তাইমুর, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী ও সহকারী অধ্যাপক জুয়েল দাশ। উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থীদের সফর নিয়ে একটি চমৎকার ম্যাগাজিন প্রকাশ করায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট