চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানের বিদায় সংবর্ধনা

২১ জানুয়ারি, ২০২০ | ১:২৮ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বলেছেন, আমিরাতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে। শীঘ্রই ভিসা সমস্যা সমাধান হবে। দীর্ঘ আট বছর ধরে বন্ধ থাকা দেশীয় শ্রমিকদের ভিসা ও ভিসা পরিবর্তন চালু হবে। গত শনিবার রাতে আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইন্টার কন্টিন্যান্টাল হোটেলে বিদায় সংবর্ধনা সভায় তিনি সংবর্ধিত অতিথির বক্তব্যে একথা বলেন।

সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জায়েদ ভার্সিটির অধ্যাপক ড. হাবীবুল হক খন্দকার, দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন মিজানুর রহমান। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইমরাদ হোসেন ইমু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ জামশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, গোলামুর রহমান ইফতি, জাহাঙ্গীর কবির বাপ্পী, আলাউদ্দিন, মোহাম্মদ জমির হোসেন, মোহাম্মদ আইয়ুব খান, আবুধাবী যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, মোচ্ছাফ্ফা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সিকদার, আল আইন বঙ্গবন্ধু পরিষদের আবদুল কাদের সিদ্দিকী, জনতা ব্যাংকের সিইও আমিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশীষ কুমার বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট