চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সংস্কৃতি একটা জাতির দর্পণ : সংস্কৃতিমন্ত্রী

২০ জানুয়ারি, ২০২০ | ৬:০৬ পূর্বাহ্ণ

‘অপসংস্কৃতির যুগে দেশীয় সংস্কৃতির চর্চায় ‘শ্লোগানতে সামনে রেখে ২০১৫ সালের ১লা জানুয়ারি গড়ে উঠা স্বদেশ আবৃত্তি সংগঠন গত ১৫ জানুয়ারি বুধবার বিকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অর্ধযুগে পদার্পণ উপলক্ষে ‘মুজিব মানে মুক্তি’ আবৃত্তি, কথামালা, স্বর্ণ পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।

সংগঠনের উপদেষ্টা ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এম.পি, বিশেষ অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহমেদ, নারী উদ্যোক্তা সুলতানা নুরজাহান রোজী, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর । শুভেচ্ছা বক্তব্য রাখেন শেখর বিশ্বাস, মো. সাজ্জাদ হোসেন ও নাসরিন ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন স্বদেশ আবৃত্তি সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া। প্রধান অতিথি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম.পি বলেন, ‘সংস্কৃতি একটা জাতির দর্পণ, আর সংস্কৃতির বিভিন্ন উপাদানের মধ্যে আবৃত্তি শক্তিশালী একটি মাধ্যম, আবৃত্তির মাধ্যমে লড়াই করা যায় অপশক্তি, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে। কথামালা পর্বের আগে ও পরে সংগঠনের সদস্যদের পরিবেশনায় আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট