চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আবাসন প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজের যাত্রা শুরু

২০ জানুয়ারি, ২০২০ | ৬:০৮ পূর্বাহ্ণ

আবাসন খাতে নতুন মাত্রা এবং আধুনিক নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে যাত্রা শুরু করেছে পিটুপি’র নতুন প্রতিষ্ঠান উইকন প্রপার্টিজ। গতকাল রবিবার দুপুরে নগরীর সাউথ খুলশী এলাকায় উইকনের প্রথম প্রকল্প ‘নুহ’স ক্যাভ’ এর গ্রাউন্ড ব্রেকিং-এর মাধ্যমে চট্টগ্রামের আবাসন খাতের উইকন প্রপার্টিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

গ্রাউন্ড ব্রেকিং-এর উদ্বোধক ছিলেন জিপিএইচ ইস্পাতের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মার্ট প্রমোটার্স লিমিটেড এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ আলী, ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, মহানগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (পিওএম নর্থ) হারুনুর রশীদ হাযারী, মেট্রোপলিটন মোটরস এর প্রোপাইটর ইকরামুল করীম, উইকন নুহ’স ক্যাভ প্রকল্পের ল্যান্ড ওনার আফরোজা কবীর। উপস্থিত ছিলেন উইকন প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, ভাইস চেয়ারম্যান মোস্তফা আনোয়ারুল ইসলাম, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক পরিচালক শেফা সাইকা, পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক আর্কিটেক্ট রতন মন্ডল, পরিচালক প্রকৌশলী নাজিম উদ্দিন খান, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন রুবায়েত, অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মহসিন ইকবাল, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার রামেন দাশ গুপ্ত। এছাড়া অনুষ্ঠানে পিটুপি’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উইকন প্রপার্টিজের পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার জানান, দেশের আবাসন খাতে নতুন মাত্রা, দ্রুত এবং আধুনিক নির্মানের প্রতিশ্রুতি নিয়ে পিটুপি’র একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে ‘উইকন প্রপার্টিজ’।

পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী জানান, পিটুপিই বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান, যা ডিজাইন বিল্ড এবং ম্যাটেরিয়ালের সমন্বিত সেবা নিয়ে

কাজ করে। এই ধারনাকে আরো বিস্তৃত করার লক্ষ্যে উইকন প্রপার্টিজ কার্যক্রম শুরু করেছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট