চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

জাহাঙ্গীর সভাপতি, ত্রিদিব রায় সম্পাদক বাকবিশিস হাটহাজারী উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

১৭ জানুয়ারি, ২০২০ | ৫:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ-বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) হাটহাজারী উপজেলার নবম সম্মেলন গত ১১ জানুয়ারি নাজিরহাট কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। সম্মেলন উদ্বোধন করেন নাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম নুরুল হুদা, প্রধান আলোচক ছিলেন বাকবিশিস কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক কানাই দাশ ও বাকবিশিস জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ রফিক উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ। সম্মেলনে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ এবং একটি অধুনিক বিজ্ঞান মনস্ক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে শিক্ষক সমাজের প্রতি আহবান জানানো হয়। সভায় আগামীতে বাকবিশিস কার্যক্রম পরিচালনার জন্য নাজিরহাট কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সভাপতি, কে.সি শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক ত্রিদিব রায়কে সাধারণ সম্পাদক এবং কাটিরহাট মহিলা কলেজের অধ্যাপক নাসির উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট