চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজে দুস্থদের শিক্ষাসামগ্রী বিতরণ

১৭ জানুয়ারি, ২০২০ | ৪:০৫ পূর্বাহ্ণ

বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেন, শিক্ষা জাতির মেরুদ-, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নত হতে পারে না। তাই শিক্ষার আলো সর্বত্রে ছড়িয়ে দেয়ার জন্য সরকার প্রতিবছর বিনামূল্যে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করে যাচ্ছে। সরকারের এ মহৎ উদ্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। এ উদ্যোগকে শাণিত করার জন্যে বাকলিয়া প্রিমিয়ার স্কুল এন্ড কলেজ প্রতি বছর গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। গত ১৪ জানুয়ারি স্কুলের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্কুলের শিক্ষিকা বীথিকা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুহাম্মদ হারুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সালমা খাতুন, পিন্টু দত্ত, তাজুল ইসলাম, পৃথ্বি দে, কানিজ ফাতেমা, তাসমিনা, রমা রাণী সরকার প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট