চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

জেলের জালে ধরা পড়ল বিশাল তিমি হাঙর

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০১৯ | ১০:৩৭ অপরাহ্ণ

বাঁশখালী উপকূলে বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ মণ ওজনের একটি তিমি হাঙর। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার ফিশারিঘাটের এলাকা থেকে এ তিমি হাঙর ধরা হয়।

এটি কী মাছ, তা জানতে ছবিটি পাঠানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম নিয়ামুল নাসেরের কাছে। ছবিটিতে মাছের মুখ দেখা যাচ্ছে না। তবে শরীরের অংশ দেখে অধ্যাপক নাসের জানান, তাঁর ধারণা এটি হোয়েল শার্ক বা তিমি হাঙর।

মাছটির শরীর ধূসর রঙের। সারা গায়ে ছোট ছোট অসংখ্য সাদা দাগ। মাথা বিশাল ও চ্যাপ্টা আকৃতির। মাথার দুপাশে বড়সড় দুটি ফুলকা রয়েছে। মাছটির দৈর্ঘ্য ১৫ ফুট।

চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী জানান, গন্ডামারা বড়ঘোনা এলাকার মো. রিদোয়ান নামের এক জেলের জালে গভীর বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। তিনি জানান, ‘মাছটি আগে কখনো দেখিনি। খবর পেয়ে বাংলাবাজার ঘাটে মাছটি দেখতে যাই।’

রিদোয়ান জানান, গভীর বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। জালে ধরা পড়ার পর মাছটি ট্রলারের সঙ্গে বেঁধে তীরে নিয়ে আসা হয়। তীরে তুলে ট্রাকের সাহায্যে চট্টগ্রাম শহরের সদরঘাটে নিয়ে যাওয়া হয়। কিন্তু গায়ে পচন লাগায় মাছটি বিক্রি করা যায়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, মাছটির ওজন ২৫ মণ। এটি হোয়েল শার্ক বা তিমি হাঙর বলে নিশ্চিত হওয়া গেছে। গভীর মহাসাগরে এই মাছ বাস করে। বঙ্গোপসাগরে এই মাছ বাস করে না। কীভাবে এই মাছ বঙ্গোপসাগরে এল, সেটি ভাবার বিষয়। তিনি জানান এ প্রজাতির মাছের পাখনাগুলো থাইল্যান্ড, চীনের মতো দেশে ব্যাপক চাহিদা রয়েছে। এসব দেশের মানুষ পাখনাগুলো দিয়ে মজাদার স্যুপ তৈরি করে খায়।

 

 

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট