চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সিটি মেয়রের সাথে কানাডিয়ান দূতাবাসের এন্ড্রে ল্যাপিন্টে’র সাক্ষাৎ

১৯ নভেম্বর, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশস্থ কানাডিয়ান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি এবং ভয়েস কাউন্সিল এন্ড্রে ল্যাপিন্টে। গতকাল সোমবার বিকেলে টাইগারপাস সিটি কর্পোরেশন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মেয়র কানাডিয়ান দূতাবাসের এন্ড্রে ল্যাপিন্টে’কে চট্টগ্রাম সফরের জন্য ধন্যবাদ জানিয়ে নগরীর ভৌগলিক অবস্থান সম্পর্কে বর্ণনা দেন। তিনি বলেন, নগরীর পরিস্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন ব্যতিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান, ৬০টি দাতব্য চিকিৎসালয়, ৪টি মাতৃসদন, হোমিও দাতব্য চিকিৎসালয়, কম্পিউটার ইনস্টিটিউট, হেলথ টেকনোলজি, মিডওয়াইফ ইনস্টিটিউট পরিচালনা করছে। এই নগরকে বাসযোগ্য, নিরাপদ, পরিবেশ বান্ধব ও সবুজায়ন কার্যক্রম সহ বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে সিটি মেয়র এন্ড্রে ল্যাপিন্টে’কে অবহিত করেন। বৈঠকে এন্ড্রে তাঁর দেশের কর্মকা- সম্পর্কেও মেয়রকে অবহিত করেন। তিনি তাঁর বাংলাদেশস্থ কানাডিয়ান দূতাবাসের কর্মকা- বিষয়ে সিটি মেয়রকে অবহিত করে বলেন যে, কানাডিয়ান সিটিজেনদের সার্বিক বিষয়ে তারা দেখভাল করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করে দূতাবাস। এসময় কানাডিয়ান হাইকমিশনার এর কনস্যুলার অফিসার দুরীন রহমান, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, সচিব আবু সাহেদ চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট