চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গ্যাংগ্রিন রোগে আক্রান্ত বন্য হাতিটি মারা গেছে

লোহাগাড়া সংবাদাদাতা

১০ নভেম্বর, ২০১৯ | ৩:০৭ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় কাদা মাটিতে আটকে পড়া বন্য হাতিটি মারা গেছে।

রবিবার (১০ নভেম্বর) ভোরে হাতিটি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দলছুট হয়ে হাতিটি কাদায় আটকে পড়েছিল। পেছনের দুই পা অবশের মতো ছিল। পায়ে ঘা ছিল। অনেক সময় দলের অন্য হাতিদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে না পারলে দলছুট হয়ে মারা পড়ে হাতি। ৯ নভেম্বর বন বিভাগের কর্মকর্তারা হাতিটিকে উদ্ধার করেন। কিন্তু অনেক চেষ্টা করেও হাতিটিকে বাঁচানো যায়নি। 

ডলু বন বিট কর্মকর্তা মোবারক হোসেনের দেয়া তথ্য মতে, হাতিটি ছিল বয়স্ক এবং বাচ্চা প্রসবের পর দূর্বল হয়ে পড়ে। এছাড়া হাতিটি গ্যাংগ্রিন রোগে আক্রান্ত বিধায় কাদা থেকে উদ্ধার পর চিকিৎসা সেবা দেয়ার পরও হাতিটিকে বাঁচানো গেল না।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট