চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় কলেজছাত্রীর হারানো মোবাইল দেড় মাস পর উদ্ধার করলো পুলিশ

নিজস্ব সংবাদদাতা পটিয়া

২ নভেম্বর, ২০১৯ | ২:৫৯ পূর্বাহ্ণ

এক কলেজ ছাত্রীর হারিয়ে যাওয়ার মোবাইল দেড় মাস পর উদ্ধার করে শিক্ষার্থীর নিকট হস্তান্তর করেছে পটিয়া থানা পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উক্ত শিক্ষার্থীর নিকট এ মোবাইল হস্তান্তর করেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।

জানা যায়, পটিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির দিন ছিল গত ১১ সেপ্টেম্বর। অন্যান্য শিক্ষার্থীদের মতো কলেজে ভর্তি হতে এসেছিল পটিয়া পৌর সদরের তাহমিনা সুলতানা। কিন্তু সেদিনই হারিয়ে যায় তার ব্যবহৃত হোয়াই ওয়াই নাইন মডেলের সেটটি। পরে ঔদিনই পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাহমিনা সুলতানা। সাধারণ ডায়েরির তদন্তভার পরে পটিয়া থানার এসআই সাখাওয়াত হোসেনের উপর। এসআই সাখাওয়াত গতকাল শুক্রবার হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করে শিক্ষার্থীটির নিকট হস্তান্তর করে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ‘কলেজ ছাত্রীটি হারিয়ে যাওয়া মোবাইলটি একটি চক্র চট্টগ্রাম শহরের রেয়াজ উদ্দিন বাজারের মোবাইলের দোকানে বিক্রি করে দেয়। পরে দোকানদার অন্য আরেকজন ব্যক্তির নিকট বিক্রি করে দেয়। কললিস্টের সূত্র ধরে হারিয়ে যাওয়া মোবাইলটি উদ্ধার করে শিক্ষার্থীর নিকট হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট