চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঘাইছড়িতে ত্রিপক্ষীয় সন্ত্রাসীদের গোলাগুলিতে আহত ৩

পূর্বকোণ প্রতিনিধি হ রাঙামাটি অফিস

৩১ অক্টোবর, ২০১৯ | ৩:২৮ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ত্রিপক্ষীয় সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দাবি করে বলেছে, তাদের নিরীহ কর্মীদের ওপর একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা করে গুলিবর্ষণ করেছে। পরে পালিয়ে যাওয়ার পথে অন্য আরেকটি দলের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে এম্বুসের শিকার হয়েছে। এ সময় দুটি গ্রুপের মধ্যে প্রায় দুই ঘন্টাব্যাপী গুলিবিনিময়ে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার সকালের দিকে বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি নামক দুর্গম পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর আলম গোলাগুলির বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের তথ্য জানাতে পারেননি তিনি। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পরপরই নিরাপত্তা

জোরদারে এলাকাটি ঘিরে ফেলেছেন, নিরাপত্তাবাহিনীর সদস্যরা। জানা যায়, ওই এলাকায় অবস্থান নেয়া একদল ইউপিডিএফ কর্মীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করে প্রতিপক্ষীয় গ্রুপের সন্ত্রাসীরা। হামলাকারীরা সংস্কারপন্থী জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) সমর্থনপুষ্ট সশস্ত্র সদস্য বলে দাবি করেছে ইউপিডিএফ। স্থানীয় সূত্র মতে, ওই ঘটনায় ইউপিডিএফের তিনকর্মী আহত হয়েছেন। তারা হলেন- মন্টু চাকমা (২৬), সুজয় চাকমা (২৫) ও নিকেতন চাকমা (৩২)। তবে ইউপিডিএফ বলছে, তাদের কেউ আহত হননি। অন্যদিকে পালিয়ে যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষীয় আরেকটি সশস্ত্র দলের সদস্যদের সঙ্গে সংস্কারপন্থীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর বুধবার বিকালে সংবাদ মাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বাঘাইছড়িতে তাদের সদস্যদের ওপর হামলাকারী সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা।

সচল চাকমা অবিলম্বে কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী কর্তৃক সশস্ত্র সন্ত্রাসীদের মদদদান বন্ধ ও গ্রেপ্তার এবং জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের ষড়যন্ত্র পরিহার করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ঘটনার ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর আলম বলেন, বাঘাইছড়ির জারুলছড়ির গোলাগুলির ঘটনা সত্য। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আমরা লোকমুখে শুনেছি, ওই এলাকায় ইউপিডিএফ এবং জেএসএস সংস্কারের সশস্ত্র কর্মীরা গুলিবিনিময় করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট