চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে বেড়েছে ডেঙ্গু রোগী

সীতাকুণ্ড সংবাদদাতা

১৮ অক্টোবর, ২০১৯ | ১০:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আবারো বাড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে নতুন করে ভর্তি হয়েছে আরো ১৮ ডেঙ্গু রোগী। এদের বেশিরভাগই চট্টগ্রামের আকবারশাহ এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে হঠাৎ করেই ডেঙ্গু আক্রান্ত রোগর সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে এখানে মোট ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৪ জনের বাড়ি চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার সিডিএ বিশ্ব কলোনিতে। অন্য চারজন ফৌজদারহাট কালুশাহ নগর ও সন্দ্বীপে।

ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের বিভাগীয় প্রধান ও ডেঙ্গু বিষয়ক কমিটির প্রধান ডা. মামুনুর রশিদ মামুন বলেন, চলতি মৌসুমে এই হাসপাতালে শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলো। সবাই সুস্থ হয়ে ফিরেছেন। এখন আবার হঠাৎ করে ডেঙ্গু রোগী বেড়েছে। তবে এদের মধ্যে বেশিরভাগই চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকার বাসিন্দা। আজ শুক্রবার (১৮ অক্টো্বর) সকাল পর্যন্ত এখানে ১৮ জন রোগী ভর্তি ছিলো। এর মধ্যে চারজন সুস্থ হওয়ায় তাদেরকে রিলিজ দেয়া হয়েছে। নতুন করে আরো দু’জন রোগী ভর্তি হয়েছে। তাই এখন হাসপাতালে মোট ১৬ জন রোগী ভর্তি আছেন।

পূর্বকোণ/সৌমিত্র-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট