চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ফটিকছড়িতে দেড় কিলোমিটার সড়কে গাছের চারা রোপণ কর্মসূচি

১৮ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলায় ব্যক্তি উদ্যোগে দেড় কিলোমিটার সড়কজুড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মধ্যপ্রাচ্যের কাতার আওয়ামীলীগের সহ-সভাপতি ফটিকছড়ির কৃতি সন্তান আলহাজ জিয়া উদ্দিন জিয়া এই কর্মসূচির উদ্যোক্তা। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মোহাম্মদ তকিরহাট-সমিতিরহাট সড়কে গাছের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আবু আহম্মদ।এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা জিন্নাত আলী,সাহেদুল আলম সাহেদ,আনোয়ার জাহেদ চৌধুরী,মুক্তিযোদ্ধা শাহ আলম,আবছার তালুকদার,শফিউল আজম,আব্দুল হক বাবুল মেম্বার,ফজলুর রহমান,সিরাজুল হক,রাশেদুল হাসান,মাহাবুল আলম প্রমুখ। কর্মসূচির উদ্যোক্তা প্রবাসী জিয়া উদ্দিন জিয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপন ও পরিচর্যার কোন বিকল্প নেই। ছোটবেলায় যেসব বৈচিত্রপূর্ণ গাছপালা আর ফুল, পাখি দেখে বড় হয়েছি, সেসব আজ বিলীন হতে চলেছে। পরিবেশ রক্ষায় বিশ্বব্যাপী আজ আওয়াজ উঠেছে বেশি করে গাছ লাগানোর। সে দায়বদ্ধতা থেকে সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ ও ওষুধি গাছ রোপনের উদ্যোগ নিয়েছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট