চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় পরিবার কল্যাণ সহকারীদের প্রতিবাদ সভা

১৮ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

পরিবার কল্যাণ সহকারী সমিতি পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির কর্মচারীদের অবনয়ন করায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (বৃহস্পতিবার) পটিয়া উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গণে সীমা নন্দীর সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন সমিতির সা. সম্পাদক জোলাইখা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদীকা তাসপ্রিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক সীমা বড়–য়া, কোষাধ্যক্ষ কাবেরী চক্রবর্ত্তী, প্রচার সম্পাদক নুর বাণু, সদস্য টুন্টু দাশ, শামীমা আরা, অসীম মল্লিক, কবিতা দাশ প্রমুখ। বক্তারা বলেন, গত ৪ঠা সেপ্টেম্বর পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয়ের জারীকৃত এক প্রজ্ঞাপনে পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারীদের ৩য় শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পদে অবনয়ন করা হয়। বক্তারা অবিলম্বে তা প্রত্যাহার করে পূর্বের গ্রেড বহাল রাখার দাবি জানান। তাছাড়া পরিবার কল্যাণ সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচ.এস.সি-তে উন্নীত করণসহ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ন্যায় ১৫তম গ্রেডে উন্নতিকরণ করতে হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে ৩০% কোটা রাখা, উন্নয়ন খাত হতে রাজস্ব খাতে স্থানান্তরিত করাসহ পেনশন সুবিধা নিশ্চিত করা, পরিবার কল্যাণ সহকারীদের কাজের পরিধি বিস্তৃত করা, ৫শ দম্পত্তির বিপরীতে একজন পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারীর পদ সৃষ্টি করা, নিয়োগবিধিতে পরিবার কল্যাণ সহকারীদের পোষ্য কোটা নির্ধারণ করার দাবি জানানো হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট