চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সৌদি প্রবাসী রাজু বাঁচতে চায়

কামাল পারভেজ অভি, সৌদি প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০১৯ | ১:৩৯ অপরাহ্ণ

সৌদি আরবে জেদ্দা শহরে দীর্ঘ পঁচিশ বছর ধরে বসবসাস করছিলেন সৌদি প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ জানে আলম রাজু। তিনি জেদ্দার হায়ার রাউদায় একটা ইলেকট্রনিক দোকানে কর্মরত ছিলেন। মুহাম্মদ জানে আলম রাজু চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাংগামাটিয়া রাজু সুলতান বাড়ির মৃত ফজু মিয়ার ছেলে। সৌদিতে গত ১৬ সেপ্টেম্বর কর্মরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে জেদ্দার  একটি স্হানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা শেষে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানান। এসময় ডাক্তার তাৎক্ষণিক তাকে দ্রুত দেশে গিয়ে চিকিৎসা করার পরামর্শ দেন। অবশেষে উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে মোহাম্মদ জানে আলম ছয় মাসের ছুটি নিয়ে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশে  সৌদিআরব ত্যাগ করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের ডেলটা হেলথ কেয়ার এ মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জানে আলমের দুটো কিডনি নষ্ট হওয়াতে চিকিৎসা বাবদ খরচ লাগবে প্রায় ৪০ লাখ টাকা। তার পরিবারের পক্ষে এই ৪০ লাখ টাকার ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। দেশে তার স্ত্রী সহ দুটি কন্যা সন্তান রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদেশে অবস্হানরত সকল প্রবাসী ভাই-বোনসহ সকল স্তরের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবার। সবাই একটু এগিয়ে আসলে হয়ত প্রবাসী মোহাম্মদ জানে আলম আবারো নতুন করে হাসি খুশী নিয়ে সবার মাঝে ফিরে আসবে এবং পাশাপাশি তার পরিবারে ও হাসি ফুটবে। সাহায্য পাঠানোর ঠিকানা: মমতাজ বেগম (রোগীর সহধর্মিণী) একাউন্ট নাম্বার :- ২০৫০২৬৮০২০০৬৭৫৮১১ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ ফটিকছড়ি শাখা.চট্টগ্রাম। অথবা:বিকাশ নাম্বার :-০১৮৯১-৬৮০৭৮১ (রোগী পার্সোনাল)

 

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট