চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকু-ে যাত্রীবাহী বাস উল্টে ১০ যাত্রী আহত

নিজস্ব সংবাদদাতা হ সীতাকু-

১৭ অক্টোবর, ২০১৯ | ১:৪০ পূর্বাহ্ণ

সীতাকু- উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে সলিমপুর ফকিরহাট এলাকায় এঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে আসা সীতাকু-গামী ৮নং সার্ভিসের একটি লোকাল মিনিবাস সীতাকু- উপজেলাধীন মহাসড়কের ফকিরহাট এলাকা অতিক্রম করার সময় মসজিদ সংলগ্ন আইলেনে সজোরে ধাক্কা দিয়ে

উল্টে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে গেলে গাড়িতে থাকা শিশুসহ অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়। এসময় এলাকাবাসী দ্রুত ছুটে এসে গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের সহযোগিতা করেন হাইওয়ে পুলিশও। বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই মো. কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সীতাকু-গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আইলেনে ধাক্কা দিয়ে উল্টে গেলে এ ঘটনা ঘটেছে। আমরা এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে চমেকে পাঠিয়েছি। গাড়িটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশ আহতদের নাম জানাতে পারেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট