চট্টগ্রাম শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

সর্বশেষ:

কোতোয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ভ্যানচালক গ্রেপ্তার
অস্ত্রসহ গ্রেপ্তার ভ্যানচালক

কোতোয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ভ্যানচালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৭ জুন, ২০২৫ | ১০:৫৬ অপরাহ্ণ

গত ৫ আগস্ট কোতোয়ালী থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ মো. রুবেল (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন।

 

গ্রেপ্তার রুবেল চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মিঠাচর গ্রামের ঠাকুরদীঘি বাজার এলাকার মো. নুরুদ্দিনের ছেলে।

 

উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর হোসেন বলেন, ওই ব্যক্তি পেশায় একজন ভ্যানচালক। আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট তিনি অস্ত্র লুটের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। যা তিনি জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছেন।  উদ্ধার করা অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি জানিয়ে মো. আলমগীর বলেন, ‘এটি লুকিয়ে রাখা ছিল। আর লুটপাটের দিন তিনি ছিলেন বলে স্বীকারও করেছেন আমাদের কাছে। ওই সময় যে পরিস্থিতি ছিল, সেই সময় বিভিন্নজন বিভিন্নভাবে অস্ত্রগুলো লুট করেছিল।’

 

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগের পর সারা দেশের ন্যায় চট্টগ্রামের ১২টি থানায় আগুন দেওয়ার পাশাপাশি লুটপাটও করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট