চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

আগামী ২৪ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে
প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজারে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

অনলাইন ডেস্ক

১৯ মে, ২০২৫ | ১১:৪০ পূর্বাহ্ণ

আজ সোমবার (১৯ মে) চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের ১৮টি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুপুর ১টার মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ো হাওয়া ঢাকাসহ একাধিক অঞ্চলে আঘাত হানতে পারে। ঝড়ের সম্ভাব্য এলাকায় রয়েছে-রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট