২০৩০ সালের মধ্যে দেশের প্রান্তিক পর্যায় বিশেষত মহিলাদের প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের প্রতিশ্রুতিকে সামনে রেখে ঢাকায় দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টোলা সার্জন্স (আইএসওএফএস)-এর ৯ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের (বিআইসিসি) দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রেটিক ফিস্টুলা সার্জন্স (আইএসওএফএস)-এর সভাপতি অধ্যাপক সায়েবা আকতার। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক একত্রিত হবেন বলে জানানো হয়।
প্রথমদিনে মিট দ্য এক্সপার্ট সেশনে সভাপতিত্ব করেন ওজিএসবি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. কামরুন নেসা রুনা। এক্সপার্ট হিসাবে আরো ছিলেন প্রফেসর সেহেরিন এফ সিদ্দিকা, আমেরিকার ডা. লিন্ডসে, নেপালের বিখ্যাত ফিস্টুলা সার্জন প্রফ মোহন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ডা. কামরুন নেসা রুনা বলেন, ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা দূর করা আমাদের অংঙ্গীকার। এর জন্য প্রয়োজন যথাযথ গর্ভকালীন ও প্রসবকালীন সেবা, মুত্রনালীর সাথে যোনীপথের সরাসরি যেগাযোগ অপারেশনের মাধ্যমে বন্ধ করে স্বাভাবিক প্রস্রাবের ব্যবস্থা করা। তাদের রিহেবিলিটেশনের বন্দোবস্ত করা। চট্টগ্রাম ওজিএসবির প্রেসিডেন্ট হিসাবে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চট্টগ্রামে তথা সারা বাংলাদেশে ফিস্টুলা রোগ প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পূবকোণ/আরআর/পারভেজ