চট্টগ্রাম শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইলিশ সংরক্ষণ মৌসুমে বরফকল চালু রাখায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৪ | ৮:২৭ অপরাহ্ণ

মা ইলিশ সংরক্ষণের মৌসুমে অননুমোদিতভাবে বরফকল চালু রাখায় তিন বরফকলকে দেড় লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সোমবার ( ২৮ অক্টোবর) দুপুরে মহানগরের সাগরিকা রোডে অবস্থিত তিন বরফকলে জেলা মৎস্য দপ্তর ও পাহাড়তলী থানার সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

 

মৌসুমী আইস প্রোডাক্টসের ম্যানেজার হুমায়ুন কবিরকে ৫০ হাজার  টাকা, দিলোয়ারা আইস ফ্যাক্টরীর ম্যানেজার হুমায়ুন কবিরকে ৫০ হাজার  টাকা এবং রুপালী আইস ফ্যাক্টরি এর ম্যানেজার মো. ইলিয়াস মিয়াজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।মৎস্য জরীপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন পাহাড়তলী থানার একদল পুলিশ সদস্য, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও কাট্টলী সার্কেল ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট