চট্টগ্রাম শনিবার, ০২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির জন্য সংরক্ষণ, মিঠাইসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪ | ৪:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির উদ্দেশ্য সংরক্ষণসহ নানা অপরাধে মিঠাইসহ তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার,  রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

নাসরিন আক্তার জানান, পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করা, মিষ্টি জাতীয় খাদ্যে মূল্য না দেওয়া, পণ্যের প্যাকেটে নিজেদের ইচ্ছেমতো মূল্য সিল দেওয়া, মিষ্টান্ন জাতীয় খাদ্যে মেয়াদ-দাম উল্লেখ না থাকায় হিল ভিউ মার্টকে (সুইট এন্ড সুপার সপ) ৫ হাজার টাকা, পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করায় জমজম ফার্মেসিকে ৬ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির উদ্দেশ্য সংরক্ষণ, উৎপাদনকারী কর্তৃক মেয়াদ না থাকা এবং সকল পণ্যের মূল্য প্রদর্শন না করায় মিঠাইকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট