চুরি-ছিনতাইসহ নানা অপরাধকর্মে জড়িতের অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রবিবার রাত ১১ টার দিকে সদরঘাট থানার এসআরবি রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত দুজন হলেন মো. শরীফ (৩০) এবং ইমরান (২২)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপকমিশনার লিয়াজত আলী বলেন, বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়েছে। দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফয়সাল নামের একজন জানান, হরহামেশা চুরি-ছিনতাই, প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয় দেখানোসহ নানা অপকর্মে জড়িত তারা। তাদের অপকর্মে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে।
পূর্বকোণ/আরআর