চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪

চন্দনাইশে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ২

চন্দনাইশ প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৪ | ৬:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী পিকআপের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীর ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

নিহত পিকআপ চালকের নাম মো. আকতার (৩৮)। তবে তার পরিচয় জানা যায় নি। দুর্ঘটনায় আহতরা হলেন- নোয়াখালীর সেনবাগ এলাকার শাহজাহানের ছেলে মিলন (৩১) ও মো. জালাল (২৮)। তবে জালালের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর জনতা তিনজনকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালককে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে পাঠানো হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, দুর্টনায় পিকআপ চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/এমটি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট