চট্টগ্রাম শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পাহাড় কাটায় ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক 

১৫ অক্টোবর, ২০২৪ | ৫:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল লতিফপুর এলাকায় পাহাড় কর্তন করার দায়ে ছয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

সোমবার (১৪ অক্টোবর) রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন-সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুর এলাকার রনি (৩৫), মোঃ ওসমান (৩৯), জামাল উদ্দিন (৪১), মোঃ আবুল কাসেম (৩০)-প্রকাশঃ নলা কাশেম, মোঃ মানিক (৪৫)-প্রকাশ-মানিক মিস্ত্রি এবং সবুজ (২৫)-প্রকাশ-ডিশ সবুজ।

 

জানা গেছে, গতকাল সীতাকুণ্ডের জঙ্গল লতিফপুর মিরপুর এলাকায় আসামিরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়া অবৈধভাবে পাহাড় কেটে অপসারণ করেছে। এবং পাহাড় কাটার প্রমাণও পাওয়া যায়। ফলে ওইদিন রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে আকবর শাহ থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

মামলার বাদী পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বলেন, তকাল পাহাড় কাটার ঘটনায় রাতে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট