চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লায়ন্স চিটাগাং মহানগর জগৎপুর অনাথালয়ে বস্ত্র বিতরণ

১০ অক্টোবর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগে রাউজানের জগৎপুর অনাথালয়ে ১৪০ জন অনাথ শিশুদের মধ্যে সম্প্রতি বস্ত্র বিতরণ এবং উন্নতমানের খাদ্য প্রদান করা হয়। লায়ন অশেষ কুমার উকিলের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আল-সাদাত দোভাষ, প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. প্রকাশ বিশ্বাস, কেবিনেট সেক্রেটারি গোপাল কৃষ্ণ লালা, রিজিয়ন চেয়ারপারসন ডা. দেবাশীষ দত্ত, আবু মোর্শেদ ও পরিমল কান্তি দাশ। ক্লাব সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার বিপ্লব কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি ইঞ্জিনিয়ার দীপংকর দাশ, ট্রেজারার প্রভাস চন্দ্র সাহা, পরেশ কুমার চৌধুরী, ইঞ্জিনিয়ার নানুপিয় চৌধুরী, দিবাকর সেনগুপ্ত ও উত্তম কুমার দাশ। অনুষ্ঠানের ২য় পর্বে অনাথালয় অঙ্গনে বৃক্ষরোপণ ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং শিশুদের উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করেন ডা. দেবাশীষ দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বলেন, জগৎপুর অনাথ আশ্রমের শিশুরা প্রতিষ্ঠিত হলেই লায়ন্স-এর সার্থকতা পূর্ণ হবে। প্রধান অতিথি অনাথ আশ্রমের শিশুদের দেশকে ভালোবাসার জন্য এবং ভালো মানুষ হিসেবে বড় হওয়ার পরামর্শ দেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট